এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইসমাইল (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সুখছড়ি কামারদিঘী পাড়স্থ বারেক চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার রফিকের বাড়ির পাশে গাছের ডালপালা কাটছিল শ্রমিক ইসমাইল। এই সময় অসাবধানতা বশত: বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।