এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মোহাম্মদ তৌছিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কিশোর তৌছিফ একই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের তেওয়ারীখিল এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল বশরের নাতী ও হেলাল উদ্দিনের পুত্র এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
কিশোর তৌছিফের চাচা ইউপি সদস্য মুহাম্মদ কাউছার উদ্দিন জানান, গত শুক্রবার তৌছিফ উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া এলাকায় তার খালা বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে তার সহপাঠি বন্ধুদের সাথে বিলে ফুটবল খেলতে যায়।
সন্ধ্যায় সেখানে থেকে এসে খালার বাড়ি সন্নিহিত পুকুরে গোসল করতে নেমে ডুব দেয়। দীর্ঘক্ষণ ডুব দেয়া থেকে না উঠায় সহপাঠিরা তার খালার বাড়িতে খবর দেয়। পরে মাছ ধরার জাল দিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তৎক্ষণিকভাবে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কিশোর তৌছিফের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।