Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় তিন ব্যক্তিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার আবু বক্করকে ৭০ হাজার টাকা, কলাউজান ইউনিয়নের ফোরকানকে ৫০ হাজার টাকা ও বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গলী পীর এলাকার মো. সাইফুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান জানান, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় তিন ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়েছে। কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কেটে পরিবেশের ভারসাম্য ধ্বংসকারীদের কোন ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!