এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে সাহাব উদ্দিন (৫৯) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৩টি গরু নিয়ে গেছে চোরেরা। রোববার (৮ জানুয়ারি) ভোররাতে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ কৈয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাহাব উদ্দিন ওই এলাকার মৃত নজির আহমদের পুত্র। স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারফু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় রাতে বসতঘরের বাউন্ডারি ওয়ালের গেইট তালাবদ্ধ করে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে যান। চোরেরা গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। ভোরে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়ার গরু ৩টির আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আলমগীর জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।