এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে আবু জাহেদ (৪০) নামে এক কৃষকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আহত আবু জাহেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতঘর নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।

মামলায় স্থানীয় মো. হারুন (৪২), মো. জাহেদ (২৮), ওমর ফারুক (৩২), মো. রায়হানকে (৩৩) এজাহারনামীয়সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে আসামীদের সাথে আবু জাহেদের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে সাতঘর ছড়ার ব্রিজ এলাকায় আসামীরা আবু জাহেদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরতর জখম করে। আশপাশের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়া হয়।
আহত চাচাতো ভাই মোহাম্মদ নুরুচ্ছাফা জানান, আহত আবু জাহেদ বর্তমানে নগরীর এক বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এখনো তার জ্ঞান ফিরেনি। আসামীদের হুমকি-ধমকিতে আবু জাহেদের পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, আবু জাহেদকে মারধর করে গুরতর জখম করায় ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।