এলনিউজ২৪ডটকম : আই অনারার বইন, আই সাংবাদিকদের ভালোবাসি। আই অনারার ওয়ারে আছি, অনারা আর ওয়ারে থাকিবান।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আধুনগরে নুরুল ইসলাম মঞ্জিলে লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে সাদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ডিএমডি নূরে ইয়াছমিন ফাতিমা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শক্তিশালী। সমাজের অপরাধ নির্মূলে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসা দরকার। সাংবাদিকরা এক হলে অপরাধীরা সুযোগ পাবে না। আমি ব্যবসায়ী, তবে ইউটিউব চ্যানেলে নিজেকে সাংবাদিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
সাংবাদিক জাহেদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন ও লোহাগাড়ার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে লোহাগাড়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ সৈয়দা সুফিয়া খাতুন ও নূরে ইয়াছমিন ফাতিমাকে ফুলেল শুভেচছায় অভিষিক্ত করেন।