এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ ঘাটাস্থ মজিদের পাড়ার রফিকুল ইসলামের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের এএসআই আজাদ উদ্দিন জানান, গ্রেপ্তার হেলাল উদ্দিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারের পর থাকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।