এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাহমুদুল হক নামে এক ইউপি সদস্যকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাহমুদুল হক কলাউজান ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একই ওয়ার্ডের ডাক্তার পাড়ার আবদুস ছালামের পুত্র শাকিল নামে নেশাগ্রস্ত এক যুবক ইউপি সদস্য মাহমুদুল হকের বাইক গতিরোধ করে। এ সময় মাহমুদুল হকের বাইকের পেছনে থাকা একই ওয়ার্ডের ধইল্যা বাপের পাড়ার কবির আহমদের পুত্র জকরিয়াকে নামিয়ে দিতে বলে। ইউপি সদস্য বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শাকিল ঘটনাস্থল ত্যাগ করে।

ইউপি সদস্য মাহমুদুল হক জানান, তার প্রতিবেশি জাকারিয়াকে বাইকের পেছনে নিয়ে ইউপি কার্যালয় থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় জাকারিয়ার কাছ থেকে অভিযুক্ত শাকিল চাঁদা দাবি করে এবং বাইক থেকে জাকারিয়াকে নামিয়ে দিতে বলে। বাঁধা দিলে শাকিল তাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে শাকিলের পিতাকে ফোন করে তার ছেলেকে নিয়ে যাবার জন্য বলেন। পিতা এসে নিয়ে যাবার কিছুক্ষণ পর পুণরায় দা নিয়ে ঘটনাস্থলে চলে আসে নেশাগ্রস্ত শাকিল।
ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত শাকিলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, ইউপি সদস্য মাহমুদুল হক বিষয়টি তাকে অবগত করেছেন। ঘটনার ভিডিও ফুটেজ সেনাবাহিনী ও থানা পুলিশকে দিয়ে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।