এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি ও উপজেলা মটরচালক লীগের সহ-সভাপতি আব্দুল হাফেজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ফারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হাফেজ একই ওয়ার্ডের পানত্রিশা এলাকার মৃত মোজাফফর আহমদের পুত্র।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় আব্দুল হাফেজ এজাহারভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুল হাফেজের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।