এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের জমিদার পাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ একই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর পুত্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত ৩টি মামলায় খোরশেদ আলম চৌধুরী এজাহারভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।