
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মালপুকুরিয়া এলাকা থেকে চিলটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে এটিকে চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বিলের মধ্যে একটি ভুবন চিলকে সাপ ধরে খাওয়ার সময় দেখতে পান তারা। তবে কাছে গেলেও চিলটি উড়তে পারেনি। অসুস্থ ও দুর্বল অবস্থায় চিলটিকে উদ্ধার করে স্থানীয়রা লোকালয়ে নিয়ে আসেন। পরে বনবিভাগের লোকজন এসে চিলটিকে উদ্ধার করে নিয়ে যান।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ভুবন চিলটি উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। তবে চিলটির শরীরে আঘাতে কোনো চিহ্ন নেই। ধারণা হচ্ছে সাপ ধরতে ও মানুষের সংস্পর্শে এসে চিলটি অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে। ভুবন চিল একটি বিপন্ন প্রজাতির পাখি। আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির চিল হারিয়ে যেতে বসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner