এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত বালুর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।