এলনিউজ২৪ডটকম : সাতকানিয়ায় হঠাৎ লেভেল ক্রসিংয়ে উঠে পড়া ব্যাটারি চালিত একটি টমটমের সাথে পর্যটক এক্সপ্রেসের ধাক্কা লেগেছে। এই ঘটনায় ব্যাটারি চালিত টমটমের কিছুটা ক্ষতি হলে কেউ হতাহত হয়নি। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সাতকানিয়া পৌরসভার পূর্ব রূপকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. এনামুল হক জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পূর্ব রূপকানিয়া মনু সিকদার পাড়া এলাকায় পৌঁছার পর ব্যাটারি চালিত একটি টমটম হঠাৎ লেভেল ক্রসিংয়ের উপর উঠে যায়। এরই মধ্যে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে টমটম চালক লাফ দিয়ে দ্রুত নেমে যায়। এরপর মুহুর্তের মধ্যে ব্যাটারি চালিত টমটমের সাথে ট্রেনের ধাক্কা লাগে। টমটমের সাথে ধাক্কার পরপর ট্রেনটি থেমে যায়। কিছুক্ষণ পর টমটমটি সরিয়ে নিলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে যায়।

সাতকানিয়া ষ্টেশন মাস্টার রতন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কিছুক্ষণ পর পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে যথাসময়ে পৌঁছে যায়। এছাড়া কক্সবাজার এক্সপ্রেসও যথা সময়ে চট্টগ্রামের উদ্দেশ্য চলে গেছে বলে জানান তিনি।