
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
পাঁজরের হাড়ে হাতুড়ি – ছেনিতে
মসৃণ করে গড়ে তোলা তোমার কৃষ্ণমূর্তি
হৃদয় মন্দিরে কেমন সাজিয়ে রেখেছি দেখো!
সকাল -সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে কাঁসার ঘন্টা বাজিয়ে
প্রসাদ আর ফুলে যতনে সাজাই পূজোর থালা!
সিঁথি -সিঁদুর, হাত -শাখা, আলতা -পা আর ঢালা শাড়িতে নিজেকে জড়িয়ে
ওপরে তোলা দু ‘বাহুতে চুলের যৌবন সামলে কামনার কমতি রাখিনি কিছু সাজে!
আগেভাগেই ঘোর সংবেশিত হয়ে আছি বলে হাতে দিইনি কোন বাঁশি
আমিই প্রেমময় রাধা হবো বলে তোমার পাশে রাখিনি কোন নারীমূর্তি!
যমুনার জলে অঙ্গ ভিজিয়ে বৃন্দাবনের লীলাই আমাদের একমাত্র নিয়তি!!

Lohagaranews24 Your Trusted News Partner