নিউজ ডেক্স : বান্দরবানের লামা উপজেলায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ছরোয়ার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে পৌরসভা এলাকার পূর্ব হরিণঝিরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ছরোয়ার পূর্ব হরিণঝিরি গ্রামের বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ছরোয়ার বাড়ির পাশে মতিনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। সেখানে অসতর্কতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ছরোয়ারকে মৃত ঘোষণা করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন।