ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী

1485157236

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিচুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস আলহাজ শেখ মো. আবদুল্লাহ ও শায়খ আল্লামা গোলাম মাওলা নকশেবন্দী। অন্য এক সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিকভাবে ৩শ’ টয়লেট, ৩শ’ টিউবওয়েল ও ৩শ’ গোসল খানা স্থাপন করা হয়েছে। এছাড়া ১২টা মেডিক্যাল টিম রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!