নিউজ ডেক্স : রাউজান উপজেলার শমসের নগরের আদর্শ গ্রামে মো. তোহেল (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার (৯ এপ্রিল) বেলা ১১টায় পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার (৮ এপ্রিল) থেকে গুচ্ছগ্রামের বাসিন্দা মো. হারুনের ছেলে মো. তোহেল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ভোররাত পর্যন্ত খুঁজেও তার খোঁজ পায়নি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দিলে জানা যায় তোহেল খুন হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ জানান, নিহত কিশোরের মাথায় ৫টি ছুরির কোপ রয়েছে। মুখে, হাতেও দাগ আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।