নিউজ ডেক্স : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি কৃতিছাত্রী। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাতে স্থানীয় হাসপাতালে মেহেরুন চৌধুরী (১৯) নামের এ কৃতিছাত্রীর মৃত্যু হয়। তাকে প্রায় ৩৮ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
জানা গেছে, গত মঙ্গলবার ফিলাডেলফিয়া শহরে গাড়ি চালিয়ে যাবার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মেহেরুন চৌধুরী। ঘটনার পর পুলিশ দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করে। এ সময় মেহেরুনের ভাইও ঐ গাড়িতে ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তার ভাই।
