এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুস ছবুর।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
এ সময় প্রতিষ্ঠাতা সদস্য সুলতান আহম্মদ, দাতা সদস্য নুরুল হক সিকদার, অভিভাবক সদস্য যথাক্রমে নবী হোসেন, ফরমান উল্লাহ সিকদার, খালেদা বেগম, মাওলানা আব্দুস ছবুর, আব্দুল গফুর, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নুরুছাফা ও মনজুরুল আমিন উপস্থিত ছিলেন।
দাতা সদস্য নুরুল হক সিকদার সভাপতি হিসাবে মাওলানা আব্দুস ছবুরের নাম প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবে সকলে মাওলানা আব্দুস ছবুরকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুস ছবুর জানান, পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।