এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) কলেজ গভর্ণিং বডির সভাপতি বরাবরে পদত্যাগের এই আবেদন করেন।
জানা যায়, ২০১৭ সালের ২০ নভেম্বর আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। ব্যক্তিগত সমস্যা ও শারিরীক অসুস্থতার কারণে তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন বলে আবেদন পত্রে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) দুপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে কলেজের শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগও জমা দেন।