____জেসমিন সুলতানা চৌধুরী____
আজ শ্রমিক দিবসে সব শ্রমিকদের সালাম জানাই।
যে জীর্ণ, শীর্ণ, কঙ্কালসার মেহনতি মানুষের জন্য
শিকাগোর আন্দোলন শুধু তাদেরকে শ্রমিক বলতে একমত নই।
যার যার অবস্থান থেকে
আমরা সবাই শ্রমিক হই।
যারা অন্দর মহলের চারদেয়ালে বন্দী থেকে
নিঃস্বার্থভাবে দিন রাত দিয়ে যায় শ্রম তারা ও শ্রমিক।
সে সব শ্রমিকদের জানাই সালাম।
যারা পরিবারের মুখে হাসি ফোটাতে,
সন্তানদের মানসম্মত জীবন যাপনের জন্য
নিজের সুখের কথা চিন্তা করে না
জী স্যার, বলে বলে হুকুম পালনে
দিয়ে যায় অমানবিক ভাবে শ্রম, তারা ও শ্রমিক।
সে সব শ্রমিকদের জানাই সালাম।
যে বাবা মাঠে কৃষি কাজ করে ফসল ফলায়,
বাজারে বিক্রি করে যে টাকা পায়,
সন্তান কে শিক্ষিত করতে
নিজে না খেয়ে, না পরে
সে টাকা শহরে পাঠায় তারা ও শ্রমিক।
সে সব শ্রমিকদের ও জানাই সালাম।
যারা হাতুড়ি শাবল দিয়ে তপ্ত রোদে পুড়ে,
বৃষ্টিতে ভিজে সভ্যতা গড়ে,অট্টালিকা গড়ে,
সে সব অট্টালিকার নিচে চাপা পড়ে তাদের অজস্র ঘামের ফোটা
তারা ও শ্রমিক।
সে সব শ্রমিকদের জানাই শত শহস্র সালাম।