Home | দেশ-বিদেশের সংবাদ | মেয়ে আমার বড় অভিমানী: রেলমন্ত্রী

মেয়ে আমার বড় অভিমানী: রেলমন্ত্রী

Rail-minister-120170529154742

নিউজ ডেক্স : আড়াই বছর আগে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য হিসেবে রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ের ঘোষণা দেয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। চিরকুমার তকমা ঝেড়ে ফেলে ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এক বছর আগে ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

সম্প্রতি সেই সন্তানের সঙ্গে ব্যস্ত রেলমন্ত্রীর খুনসুটির দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যার একটিতে দেখা যায়, পরম আদরে মেয়েকে ঘাড়ে নিয়ে তৃপ্তির হাসি হাসছেন তিনি। আরেকটিতে মেয়েকে কোলে নিয়ে আছেন মন্ত্রী।

Rail-minister

ছবিতে বাবা-মেয়ে দুজনই ছিলেন হাস্যোজ্জ্বল। এর মধ্যে মেয়ের দুষ্টুমি ভরা মিটিমিটি হাসি আরও বেশি প্রাণবন্ত।

জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ছোট্ট মেয়েকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রেলমন্ত্রী। বলেন, ‘এটি একান্তই ব্যক্তিগত বিষয়।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার মীরাখলা গ্রামের অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিয়েতে প্রায় ৭০০ বরযাত্রীসহ দেড় হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়। মোহরানা ধার্য করা হয় ৫ লাখ ১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!