নিউজ ডেক্স : শততম টেস্টে জয়ের সম্ভাবনা আগের দিনই দেখা দিয়েছিল। তবে ঐতিহাসিক এই মুহূর্তটা মাঠে থেকে উপভোগ করলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চলে আসলেন ঢাকায়। তবে ঢাকায় ফেরার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করে আসেন তিনি। ক্রিকেটারদের সরাসরিই এই ঘোষণা দিয়ে এসেছিলেন।
আজ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেন, ‘আগের দিনই এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করে গেছেন বিসিবি সভাপতি।’
আজ বাংলাদেশ ঐতিহাসিক জয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের জন্য সেই এক কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি।