Home | দেশ-বিদেশের সংবাদ | মিরসরাইয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত : আহত ২৫

মিরসরাইয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত : আহত ২৫

dur-5

নিউজ ডেক্স : চট্টগ্রামের মিরসরাইয়ে বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার করেরহাটের রামগড় এলাকার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের লোহারপুল এলাকায় যাত্রীবাহী হিলবার্ড পরিবহনের একটি বাস সড়ক থেকে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায়।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন রহিমা বেগম, ইসমাইল, চালক ইব্রাহিম। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেব নাথ  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

– সিটিজি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!