নিউজ ডেক্স : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক-লেগুনার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের নাম নিশ্চিত করেছে পুলিশ।
তারা হলেন- মোস্তফা (২৮), ও মরিনা দাস (৬০)। এছাড়া নিহত অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
রোববার বেলা সোয়া ২টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি দ্রুতগামীর ট্রাক বিপরীত দিক আসা লেগুনাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার মোস্তাননগর হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করেছে পুলিশ। তবে উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।