নিউজ ডেক্স : মিয়ানমারের অভ্যন্তরে সেনা অভিযানে আহত রোহিঙ্গা শিশুসহ আরও আট রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) ভর্তি হয়েছেন। জানা গেছে, আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশের পর বৃহস্পতিবার মধ্যরাতে স্বজনরা পুলিশের সহযোগিতায় তাদের চট্টগ্রামে নিয়ে আসেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই আট রোহিঙ্গার মধ্যে এক শিশুসহ সাতজন গুলিবিদ্ধ; আরেকজন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

আহত আটজন হলেন মো. জাহাঙ্গীর (২২), রহমত উল্লাহ (৮), মো. আনিছ (২৫), আমজাদ হোসেন (২৬), লেয়াকত (৬০), এরশাদ (২২), হাকিম উল্লাহ (২৮) ও বোমা বিস্ফোরণে দগ্ধ নবাব শরীফ (২৮)।
এ বিষয়ে এএসআই আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ভর্তি হওয়া আটজনসহ মোট ৩৩ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে একজন ২৬ আগস্ট এবং একজন বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। -কালের কণ্ঠ