নিউজ ডেক্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স এমএ/ এমএসএস/ এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হয়েছে। তা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/mf) থেকে জানা যাবে।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফলাফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (NUATMPRoll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট(www.admissions.nu.edu.bd) অথবা (edu.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।