Home | দেশ-বিদেশের সংবাদ | মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে স্বর্ণজয়ী মারজান

মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে স্বর্ণজয়ী মারজান

images74

নিউজ ডেক্স : মঙ্গলবার সকালে দেশে স্বর্ণজয়ের খবর পাঠানো মারজান আক্তার প্রিয়া আজ (বুধবার) জানালেন দুঃসংবাদ। স্বর্ণজয়ী এ ক্রীড়াবিদ আজ দ্বিতীয় স্বর্ণের জন্য লড়তে গিয়ে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন নেপালের একটি হাসপাতালে।

গতকাল মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মারজান আক্তার প্রিয়া।

কাঠমান্ডু থেকে বাংলাদেশ কন্টিনজেন্টসূত্রে জানা গেছে, স্থানীয় ক্রসরোড হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয়াকে। তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। প্রিয়া মাথায় আঘাত বেশি পেয়েছেন। রিউরো স্পেশালিস্ট দেখার পর বোঝা যাবে তার কি অবস্থা।

দুপুরে শ্রীলংকার বিরুদ্ধে গলগত কুমিতে খেলছিলেন মারজান। তার সঙ্গী ছিলেন হুমায়রা আক্তার অন্তরা ও মাউনজেরা বন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!