______ফিরোজা সামাদ______
জীবন চলার বাঁকে সত্যি
অামি একজন বোকা ,
সবাই দেখছি চিকন বুদ্ধি
অামি খাচ্ছি ধোঁকা !!
দেখেছি অামি এই পৃথিবী
সবই কঠিন ভেজালময়,
বুদ্ধির মারপ্যাঁচে দেখছি
বোকাদের নেই ঠাই !!
বুঝতে চায়না মনের ব্যথা
কারো প্রাণের দান,
ভাবখানা যেনো জমিদারি
করছে অপমান !!
দেখতে মানুষ রঙিন ফানুশ
সব কিছুই ঝলমল,
মুখোশ তাদের পুঁজি মুলধন
অাসলে মাকাল ফল !!