এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের সাম মহাজন পাড়ার মাওলানা ফৌজুল কবির প্রকাশ লালু মৌলভী আজ ২১ জুন বিকেল ৫টায় হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা যায়, তিনি ওই এলাকার মরহুম সোলতান আহমদের ২য় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ ৩৭ বছর যাবত উপজেলা সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।
আগামীকাল (২২ জুন) সকাল ১০টায় সাম মহাজন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে সূত্রে প্রকাশ।