এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সামনে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর (ঘারমুড়া) ইউনিয়নের মনিপুর পতের কান্দি এলাকার মৃত আবদুল খালেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।