নিউজ ডেক্স : কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (৩৫) মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের পুত্র। পুলিশ জানিয়েছে নিহত হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে।
মহেশখালী থানার এসআই জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গুলিবিনিময়ে পুলিশের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এসআই জুয়েল জানান, মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্নস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।
এ সময় ডাকাতের ছোড়া গুলিতে মহেশখালী থানার কনস্টবল টুটুল গুলিবিদ্ধ হয়ে আহত হন। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।