Home | দেশ-বিদেশের সংবাদ | মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

29762_21220

নিউজ ডেক্স : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে রুবি আকতার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে মাতারবাড়ীর মাঝের ডেইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবি আকতার স্থানীয় হংস মিয়াজী পাড়ার মৃত আব্দুল জব্বারের মেয়ে এবং মাঝের ডেইল গ্রামের আলম কুদ্দুসের ছেলে নুরুল আমিনের স্ত্রী। নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, রুবি বিষপানে আত্মহত্যা করেছে।

অপরদিকে রুবির মা হোসনে আরার দাবি, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালিস নিয়ে রুবি আকতার ও তার জা ছেনোয়ারার মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একে কেন্দ্র করে ভাসুর জালাল, জা ছেনোয়ারা ও ভাসুরের মেয়ে রুমানা রুবিকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

রোববার রাত ৮টার দিকে রুবির মৃত্যু হলে তার বাবা-মাকে খবর দেয় শ্বশুরবাড়ির লোকজন। তারা পুলিশে খবর দেন। সোমবার সকালে ঘটনাস্থল থেকে রুবির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবির শাশুড়ি আয়েশাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গৃহবধূ রুবি আকতারের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!