এলনিউজ২৪ডটকম : উপজেলার আধুনগর সরদানী পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আগামী ২০ ফেব্র“য়ারী মঙ্গলবার বেলা ৩টা হতে ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আধুনগর সরদানী পাড়া রাস্তা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে সভাপতিত্ব করবেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী।
সাতক্ষীরার শায়খুল হাদীস আল্লামা আমিরুল ইসলাম বেলালী প্রধান মুফাচ্ছির, গোপালগঞ্জ মুফতি মাওলানা মাসুম বিল্লাহ ইবনে নাঈম প্রধান আলোচক, আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম নিজামী বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন।

আধুনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব মিয়া প্রধান অতিথি ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খাবেন।
আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মুহাম্মদ খালেদ জমিল, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল খালেক, সরদানী পাড়া ইসলামী যুব সংঘের প্রধান পৃষ্টপোষক কবির আহমদ ও আধুনগর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সরদানী পাড়া পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন, সরদানী পাড়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, সরদানী পাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবু বকর ও সরদানী পাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জসিম উদ্দিন নিজামী।
অনুষ্ঠিতব্য তাফসীরুল কোরআন মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আধুনগর সরদানী পাড়া ইসলামী যুব সংঘ’র নেতৃবৃন্দ।