Home | দেশ-বিদেশের সংবাদ | ভোটার এলাকা স্থানান্তর ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

ভোটার এলাকা স্থানান্তর ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিউজ ডেক্স: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এই সময়ে কার্যক্রম সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং সুপারভাইজারদের মাধ্যমে যাচাই কার্যক্রম এরইমধ্যে সম্পন্ন হয়েছে। নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

এই অবস্থায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের তথ্য-উপাত্ত মূল সার্ভারে নির্ধারিত তারিখের মধ্যে আপলোড করার পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!