নিউজ ডেক্স : বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাকলিয়া কালামিয়া বাজারস্থ কেবি কনভেনশন হলে বিএনপির সমাবেশের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে।
তবে এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির কয়েকজন নেতা আহত খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেনও রয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে। এ সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ। বাংলানিউজ