ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ভুল মানুষ

ভুল মানুষ

549

_____নীলিমা আক্তার নীলা____

মনে হলো
একটি ভুল ঠিকানা নিয়ে
আমি এগোচ্ছি।
যেখানে যাচ্ছি সেখানেই ভুল।
চারিদিকে ভয়ানক শব্দ
কিংবা
হিংস্র জানোয়ারের নোংরা চোখ
মাঝে মাঝে করুণ কান্নার আর্তনাদ
দিনের বেলাও অন্ধকারের হামলা।
বার বার শিউরে উঠছি আমি
থমকে যাচ্ছে পা দু’টো
সামনে এসে দাঁড়ালো
একটি ছায়া।
তখনই মনে হলো আমার
ঠিকানাটা সত্যি ছিলো
কিন্তু মানুষটা ছিলো ভুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!