নিউজ ডেক্স : বাংলাদেশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও প্রতিবেশি দেশ ভারতে চাঁদ দেখা গেছে। যে কারণে ৫ জুন ভারতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এই ঈদের সময় ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখার উপর নির্ভর করে, কবে হবে ঈদ। আর মঙ্গলবারই চাঁদ দেখে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবারেই ঈদ পালিত হবে।
তবে সৌদি আরবে মঙ্গলবারই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবে সুপ্রিম কোর্ট সোমবারই এই ঘোষণা করে দিয়েছিল। সৌদি আরবের বিভিন্ন জায়গায় সোমবারেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতেও মঙ্গলবার এই খুশির ঈদ পালিত হয়েছে।
গত এক মাস ধরে চলছিল রমজান। রোজ রাখছিলেন মুসলিমরা। সঙ্গে চলছিল প্রার্থনা। ইতিমধ্যেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভারতে চাঁদের দেখা মিললেও এখনও অপেক্ষায় বাংলাদেশ। দেশে এখনও চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা কমিটি বৈঠক করে জানিয়েছে, চাঁদ এখনও স্পষ্টভাবে দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সম্ভাব্য ঈদ উদযাপিত হবে। সুতরাং বাংলাদেশিদের জন্য ঈদের আনন্দ করতে আরও একদিন অপেক্ষা বেড়েছে।