___মোহাম্মদ মাজহারুল ইসলাম খান___
ভবের হাটে আইসা রে তুই
করলি বেচাকেনা,
আসল টাকায় নকল দিয়ে
হইলি শুধু দেনা।।
দিন ফুরালে চইলা যাবি
দেনার বোঝা একলা বা’বি
সাথের সাথী কোথায় পাবি
কেউ কাছে আসবেনা ।।
যাবি যখন পারের ঘাটে
উঠবি রোজ হাশরের মাঠে
আপন যারা পাপের ভাড়া
টানতে কেউ ডাকবেনা।।
জীবন ভরে সওদা করে
পেট ভরে খাওয়াইলি যারে
দেখবি সেদিন কেমন করে
খুঁজে নিজ আস্তানা।।