লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক এ.জি.এস মোহাম্মদ আনিছুর রহমানের পক্ষ থেকে এই অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক এ.জি.এস মোহাম্মদ আনিছুর রহমান, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, কবির লিডার, নুরুল কবির চৌধুরীসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি