
নিউজ ডেক্স : হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সংবাদ সম্মেলন করবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ অংশ নিতে চার দিনের সফরে গত রোববার (২৭ নভেম্বর) বুদাপেস্ট যান। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি (বিডব্লিউএস-২৯১৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এ ছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চারদিনের সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
Lohagaranews24 Your Trusted News Partner