নিউজ ডেক্স : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ফি বৃদ্ধির মতামত দিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের সাঁতার (বড় ও মধ্যম) অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া বেড়ে গেছে খেলোয়াড়দের যাতায়াত-খাবার ব্যয়। এ কারণে ক্রীড়া ফি ৩০ টাকা থেকে বৃদ্ধি করে ৫০ টাকা করার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) প্রস্তাব করেছে। এ প্রস্তাবের ভিত্তিতে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর মতামত চেয়ে অনুরোধ পত্র পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহান বলেন, মাউশির সুপারিশের ভিত্তিতে ক্রীড়া ফি বৃদ্ধিতে আমরা সংশ্লিষ্টদের কাছে মতামত চেয়েছি। তবে আমরা ফি বাড়ানোর পক্ষে নই। যদি সকলে বাড়ানোর পক্ষে মত দেন তবেই বৃদ্ধি করা হবে।