ব্রেকিং নিউজ
Home | অন্যান্য সংবাদ | বাহরাইনের জালে ৭ গোল দিল বাংলাদেশ

বাহরাইনের জালে ৭ গোল দিল বাংলাদেশ

নিউজ ডেক্স: এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই নিজের জাত চেনাল বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জিতে দুর্দান্ত শুরু করেছে তারা।

মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে দশম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা বল ধরে অফসাইড ফাঁদ ভেঙে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। এগিয়ে আসা বাহরাইনের গোলরক্ষককে বাম পায়ের চিপ শটে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর আরও চমক দেখান শামসুন্নাহার। বাঁ দিক থেকে লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোনাকুনি শটে বল পাঠান জালে। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৪২তম মিনিটে কর্নার থেকে কোহাতি কিসকুর শট জটলার মধ্যে দিয়ে বাহরাইনের জালে জড়িয়ে গেলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঝড় তোলেন তহুরা খাতুন। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ৫-০ ব্যবধান গড়ে দেন বাংলাদেশের হয়ে।

বিরতির পরও আগ্রাসী খেলায় কোনো ভাটা পড়ে না। শামসুন্নাহার জুনিয়র দুইবার গোলরক্ষকের মুখোমুখি হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৬০ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন বাহরাইনের রাওয়ান আলালি, যা ৬-০ গোলের লিড এনে দেয় বাংলাদেশকে।

৭৪তম মিনিটে বদলি হিসেবে নামা মুনকি আক্তার ম্যাচের শেষ গোলটি করেন। শাহেদা আক্তার রিপার থ্রু বল ধরে ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে জালের দেখা পান তিনি।

নারী এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপেই স্বাগতিক মিয়ানমার তাদের প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। বাংলাদেশও বড় জয় পেয়েছে বাহরাইনের বিপক্ষে।

আগামী ২ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে; কে যাবে ২০২৬ সালের নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!