
নিউজ ডেক্স : কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জাদিমোরা এলাকায় বাস ও মোটরসাইকেরের সংঘর্ষে মুহিবউল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিব টেকনাফ পৌরসভার কুলালপাড়ার মীর কাশেমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফগামী যাত্রীবাহী ওই বাসের সঙ্গে হ্নীলার জাদিমোরা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আহত মোটরসাইকেল আরোহী মুহিবউল্লাহকে উদ্ধার করে দ্রুত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner