এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বার আউলিয়া কলেজে নবগঠিত এডহক কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ রেজাউল কবির ও বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন মনোনীত হয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনমূলে এই তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের এক সাধারণ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এ. মাছুম।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বাবু ধীরেন্দ্র দেবনাথ, অধ্যাপক সরওয়ার কামাল, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মোহাম্মদ রাসেল, অধ্যাপক বাবলু শংকর নাথ ও অধ্যাপিকা পারভীন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা নবগঠিত এডহক কমিটির সদস্যদেরকে স্বাগত জানান এবং আগামীতে কলেজ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্তি করেন।