নিউজ ডেক্স : চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা আবারও বন্ধ রয়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম-বান্দরবান সড়কের ওপরে পানি উঠে যায়।ফলে সোমবার (২৪ জুলাই) সকাল থেকেই সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। পাশাপাশি পানি ওঠার কারণে সাতকানিয়ার সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
সূত্র জানায়, সাতকানিয়া-বান্দরবান সড়কের বাজালিয়া, গরদুয়ারা এলাকায় বেশি পানি উঠেছে। এ কারণেই মূলত যান চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে সাতকানিয়া-বাঁশখালী সড়কের আনু ফকির দোকান এলাকায় সড়ক পানিতে তলিয়ে গেছে, যার ফলে যানবাহন চলাচল করতে পারছে না।
সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ‘অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামায় চট্টগ্রাম-বান্দরবান সড়ক তলিয়ে গেছে। যার কারণে ছোট আকারের গাড়িগুলো চলাচল করতে পারছে না। তবে বড় আকারের গাড়িগুলো চলাচল করতে পারছে।
-সিটিজি টাইমস