এলনিউজ২৪ডটকম: পার্বত্য বান্দরবানে সড়ক দূর্ঘটনায় রাশেদুল ইসলাম (২২) নামে লোহাগাড়ার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় কেরানিহাট-বান্দরবান সড়কে সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের গর্জনিয়া পাড়ার ওসমান গণির পুত্র ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বান্দরবানমুখি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি ঔষুধ কোম্পানির মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর মিনি পিকআপটি স্থানীয়রা আটক করে রেখেছেন বলে জানা গেছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পিতা ওসমান গণি বান্দরবান জেলা সদরের একজন চাউল ব্যবসায়ী। তারা স্বপরিবারে সেখানে বসবাস করেন। লেখাপড়ার পাশাপাশি রাশেদুল ইসলাম তার পিতার ব্যবসাও দেখাশুনা করতেন। নিহতের মরদেহ দাফনের জন্য আধুনগরের গর্জনিয়া পাড়ায় নিজেদের বসতঘরে নিয়ে আসা হয়েছে।