ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

44444472

নিউজ ডেক্স : প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে বান্দরবান-চট্টগ্রাম সড়কের সাতকানিয়ার বাজালিয়া এলাকার সড়ক তলিয়ে যাওয়ার কারণে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে চলছে নৌকা। অনেকে ভ্যানগাড়িতে করেও পার হচ্ছেন তলিয়ে যাওয়া সড়কপথ। এছাড়াও প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ঝিরি, খাল এবং সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা সদরসহ সাতটি উপজেলার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে- যারা ঝুঁকিপূর্ণভাবে এখনও বসবাস করছেন তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!