নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে তিনটি কলোনির ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা কলোনি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাব পাওয়া গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ভাইজ্জারটেক এলাকায় আগুন লাগার খবর পেয়ে সহকারী পরিচালক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে লামারবাজার, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়। সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।