______মুহাম্মদ সোলাইমান______
মার্চের ছব্বিশ তারিখ বড়ই মহান গৌরবের,

বাংলাদেশের এ স্বাধীন যেন ফুলের মহৎ সৌরভের।
মুক্তিবাহিনী যুদ্ধ করে আনল দেশের মুক্তি,
ত্রিশ লাখের প্রাণের বিনিময় অর্জিত দেশের শক্তি।
লাখো তরুণ অস্ত্র ধরে আনল এ দেশ বিজয়,
দেশের তরে জীবন দিয়ে রাখল মান অক্ষয়।
সেই থেকে অর্জিত স্বাধীন দেশের নিশান,
রক্ষা করা কঠিন বাংলাদেশের বিজয় মান।
একাত্তর সালে রক্তঝরা স্বাধীনতার সংগ্রাম,
মুক্তি সেনার রক্তে রঞ্জিত গ্রাম।
স্বাধীনতার সংগ্রাম হল, এদেশের মুক্তির সংগ্রাম,
এই স্লোগানটি মুখরিত সর্বত্র শহর গ্রাম।
সুদীর্ঘ নয়মাস যুদ্ধের পর বংলার স্বাধীন বিজয়,
মুক্তি যোদ্ধাদের অবদান হবে না কভু ক্ষয়।
স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ, অনেক সাধনার ফল,
মুক্তিযোদ্ধার করুণ ইতিহাসে আমার চোখে আসে জল।
পঁচিশে মার্চ প্রথম পালন গণহত্যা দিবস,
ছাব্বিশে মার্চ গৌরবে পালন স্বাধীনতা দিবস।
মুক্তিযুদ্ধ বেদনার দিন, স্বাধীনতা সকল সুখের আনন্দ,
কষ্টের পর আসে জীবনে, আসে সুখের ছন্দ।।